28 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক পথচারী

চিকলী রিপোর্ট : অলৌকিকভাবে বেঁচে গেলেন এক পথচারী। ঘটনাটি ঘটেছে নীলফামারী সৈয়দপুরে দিনাজপুর রংপুর মহাসড়কে। আজ (১৮ আগস্ট) বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের বাইপাস সড়কে  অবস্থিত পাইকারী কাঁচা মাল আড়ৎ  এর পাশ্বেই মিস্ত্রীপাড়া বসুনিয়া মোড়ে । প্রত্যক্ষদর্শিরা জানান, আজ সকালে রংপুর থেকে ছেঁড়ে আসা ১০ চাকার একটি মালবাহী ট্রাক হাইওয়ে রোডে মিস্ত্রীপাড়া বসুনিয়া মোড়ের কাছে আসলে একই সময় মিস্ত্রীপাড়া রোড থেকে একটি ব্লু রংঙ্গের পিকআপ হাইওয়ে ওঠার সময় ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে। পরে ট্রাকটি পলিয়ে যায়। পাশেই সাইকেল আরোহী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পিকআপটির পেছনের চাকায় সাইকেলসহ ঢুকে যায়।

এতে সাইকেলের সামনের চাকা দুমড়ে মুছরে যায় কিন্তু চালকের কোন ক্ষতি হয়নি। এই ঘটনা দেখে উপস্থিত লোকজন বলছে, রাখে আল্লাহ মারে কে? এ ঘটনায় সাইকেল চালকের বাঁচার কোন কথা নয়। এ ঘটনা শোনার পর শত শত মানুষ ভিড় জমায় ওই এলাকায়। এলাকাবাসীর কাঁচা বাজার আড়তের উভয় দিকে স্পিড ব্রেকারের জোড় দাবী জানান।  অনেকেই বলেন, স্পিড ব্রেকার না থাকায় প্রায় এ ধরণের দূর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির মিজানুর রহমান লিটন বলেন, এ ধরণের দুর্ঘটনা থেকে এড়াতে আড়তের উভয় পার্শে স্পিড ব্রেকার দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে, জোড়দাবী করছি। তিনি আরও বলেন, ইতোপূর্বে এ ধরনের বিষয় নিয়ে কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু দুঃক্ষের বিষয় আজও তারা কোন পদক্ষেপ নেননি।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়