26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুর সার ব্যবসায়ীকে জরিমানা

চিকলী রিপোর্ট : নীলফামারী সৈয়দপুরে এক সার বিক্রেতার ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটের আজহারুল ইসলাম খুচরা সার বিক্রেতা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা অর্থদন্ড করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশসার (ভূমি) ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কৃষকের নিকট ইউরিয়া সার প্রতি বস্তা সরকার নির্ধারিত ৮ শ’ টাকার স্থলে ৯ শ’ টাকা দরে বিক্রি করছেন, খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী আজহারুল ইসলাম। তিনি বিএডিসি ও বিসিআইসির স্থানীয় ডিলারদের কাছ থেকে ইউরিয়াসহ অন্যান্য সার নিয়ে তাঁর দোকানে খুচরা বিক্রি করেন।

চলতি আমন মৌসুমে ইউরিয়া সারের চাহিদা থাকায় তিনি কৃষকদের কাছে অতিরিক্ত দাম নিচ্ছেন এমন  অভিযোগের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান হাজারীহাটে গিয়ে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সতত্যা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪ ধারায় খুচরা সার বিক্রেতা আজহারুল ইসলামের দুই হাজার টাকা জরিমান আদায় করেন। অভিযান চলাকালে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সালাহউদ্দিনসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়