চিকলী নিউজ : সৈয়দপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন-এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ শনিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন)।
আজ রোববার সকাল ৯.৩০ মিনিটে বাশবাড়ী সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শণ শেষে টালী মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ আসর মরহুমের গ্রামের বাড়ী নওগাঁ জেলা সদরের নওজোয়ান মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মৃত্যুতে চিকলী নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং সেই সাথে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।