29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

দেশে সিনোফার্মের টিকা উৎপাদন করবে ইনসেপ্টা

চিকলী ডেস্ক নিউজ : চীনা কোম্পানি সিনোফার্ম উদ্ভাবিত করোনা ভাইরাসের (কভিড-১৯) টিকা দেশে উৎপাদন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

সোমবার বাংলাদেশ, সিনোফার্ম ও ইনসেপ্টার মধ্য এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’র মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যৌথ টিকা উৎপাদনের চুক্তিপত্র তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে।

বাংলাদেশ সিনোফার্ম থেকে বড় অংকের টিকা কিনছে। দেশের চলমান গণটিকা কর্মসূচির টিকার প্রধান উৎস সিনোফার্মের টিকা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়