চিকলী নিউজ (ডোমার প্রতিনিধি) : নীলফামারীর ডোমার পৌরসভা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসাবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১জুজু ) সকাল ১০টায় ছোটরাউতা ইসলাম পাট প্রেসে এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
তদারকি কর্মকর্মর্তা দায়িত্বে ছিলেন হিসাবে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্মকর্মর্তা মেহফুজুর রহমান, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারি প্রাবি’র প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী। এ ছাড়াও প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, শফিকবীন মোর্শেদ তরুন, মিজানুর রহমান তুলু, হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম, সামিউল হক, ভারতি রানী, উম্মে কুলছুম প্রমূখ উপস্থিত ছিলেন।
মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুজানান, করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে ২০২০/২০২১ বছরের উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাতের কোভিট ১৯ (করোনা) মোকাবেলায় উপ-খাত হতে ৮ মেঃটন চাল ৮ শত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়। এ আগেও একাধীকবার পৌরসভার পক্ষ থেকে মানীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, মাস্ক, সাবানসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সার্বক্ষনিক মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিট-১৯ কারোনা টিকা প্রদানের পরামর্শ প্রদান করেন তিনি।
ডোমার পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ
