26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আজ (৮ আগস্ট) রোববার সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”  প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৈয়দপুর নবাগত সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। আরও বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার শাহিনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারী মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও চারজন অসহায় ও দুস্থ নারীকে দুই হাজার টাকা প্রদানের জন্য নাম তালিকাভূক্ত করা হয়। এ সব সু্বিধাভোগী অসহায় ও দুস্থ নারীরা ‘নগদ’ এর মাধ্যমে ওই অর্থ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়