চিকলী নিউজ : ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) রংপুর শাখা ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ১০টি ট্রলিসহ অক্সিজেন সিলিন্ডার ও ১০টি রেগুলেটর সেট প্রদাণ করা হয়।
বুধবার (৪ আগষ্ট) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রমিজ আলমের মাধ্যমে ওই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো: ওমেদুল হাসান সরকার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু প্রমূখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান
