চিকলী ডেস্ক নিউজ : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন ৫ আগস্ট শেষ হচ্ছে। দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় কঠোর লকডাউন কি থাকছে, নাকি শিথিল করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার সকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে সভা অনুষ্ঠিত হবে। এতে ১২জনমন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জনসচিব, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপালস্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকস হসংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে একেবারে লকডাউনতুলে দেওয়ার কোনো সুযোগ নেই।আবার বর্তমান পরিস্থিতিও বজায় রাখা কষ্টকর হবে। কারণ মানুষ অধৈর্য হয়ে পড়েছে।
সব মিলিয়েকি ভাবে, কোন পর্যায়ের লকডাউন থাকলে মন্দের ভালো পরিস্থিতি বজায় রাখা যায়, সেই চিন্তাই করছে সরকার।
করোনার সংক্রমণ রোধে ১জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন ১৫জুলাই ঈদের জন্য শিথিল হয়।আবার ২৩জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে, যা আগামী ৫আগস্ট পর্যন্ত চলবে।