26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

৭ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু

চিকলী নিউজ : আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। নীলফামারী জেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ১৮ বছরের উর্ধে ব্যক্তিদের টিকা প্রদান করা হবে। টিকা কার্যক্রম সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শুধু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েই টিকা নেয়া যাবে।
এই কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। টিকা নিতে পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না। টিকা নিতে ইচ্ছুকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে কেন্দ্রে যেতে হবে। পরিচয়পত্রে মোবাইল ফোন নম্বর লিখতে হবে। ১৮ বছরের যে কেউ (যাদের পরিচয়পত্র আছে) টিকা নিতে পারবে। গর্ভবর্তী নারী এবং দু বছারের নিচের শিশুর মা আপাতত টিকা নিতে পারবেন না। ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে টিকা নেয়া যাবে।
যারা টিকা নিবেন তাদেরকে কার্ড দেয়া হবে। ওই কার্ডেই লিপিবদ্ধ থাকবে- কোথায়, কীভাবে, কখন দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে।
যারা সুরক্ষা আপস-এর রেজিস্ট্রেশন করে অ্যাস্ট্রেজেনিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে অ্যাস্ট্রেজেনিকা টিকার জন্য।  ওই টিকার সরবরাহ পাওয়া গেলেই দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়