চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে রাফি (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই মোক্তারুল হোসেন সোনা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে পূর্ব শক্রতার জেরে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কয়ানিজপাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে রাফি (২৭)। ঘটনার দিন শুক্রবার রাতে শহরের উপকন্ঠে উল্লেখিত এলাকায় তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে একটি ধান ক্ষেতের মধ্যে তাঁর মরদেহ ফেলে রাখা হয়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। ওই সময় থেকে থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিনের নেতৃত্বে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশের একটি দল। তদন্ত চলাকালে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোক্তারুল হোসেন সোনা নামে এক যুবককে আটক করা হয়।
পরে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করেনি পুলিশ।

এদিকে পূর্ব শক্রতার ঘটনায় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের পিতা আব্দুল হাফিজ ওরফে হাফেজ শনিবার (১০ মে) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় এজাহারভূক্ত মোক্তারুল হোসেন সোনাকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।