চিকলী ডেস্ক নিউজ : শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় গত শনিবার থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামূখী মানুষের স্রোত দেখা গেছে। ঢাকায় ঢুকতে উত্তরের পথে জনদূর্ভোগ ও গণপরিবহন বন্ধ থাকায় ভাড়া নৈরাজ্জসহ পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারন কর্মস্থলে ফেরা মানুষ।
এ মহাসড়কে যাত্রী গার্মেন্টকর্মী ফারজানা, রফিকুল ইসলাম ও মাসুদসহ আরও অনেকেই জানান, খুব ভোওে রওনা দিয়ে কয়েক দফায় ভেঙ্গে ভেঙ্গে অনেকগুলো পরিবহন ও পাঁয়ে হেঁটে এলেঙ্গা পর্যন্ত পৌছেছি। এখন অন্য পরিবহনে উঠে ঢাকায় যেতে হবে। গাড়ী না পেলে পাঁয়ে হেঁটে কর্মস্থলে রওনা দিতে হবে।
এদিকে আবার বৈরি পরিবেশের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বেশী ভোগান্তিতে পড়ছে পরিবার-পরিজন নিয়ে যাওয়া মানুষজনেরা।
ঢাকায় ঢুকতে উত্তরের পথে জনদূর্ভোগ
