29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

জলঢাকায় সাঁকো সংস্কার না করায় জনদুর্ভোগ

চিকলী সংবাদ : নীলফামারীর জলঢাকায় গত ৪ বছর আগে বন্যায় হেলেপড়া সেতুটি আজও সংস্কার ও মেরামত না হওয়া এলাকাবাসী চরম দূর্ভোগে পড়েছে।
জানা যায়, উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দারা এই সাঁকো পারাপার করে ইউনিয়ন পরিষদ অফিস, হাট-বাজার ও উপজেলা পরিষদের সাথে যোগাযোগ স্থাপন করেন। বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

২০১৭ সালের ১০ আগষ্ট বন্যার পানিতে সেতুটি হেলে পড়লে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তার পরে একটি সাঁকো নির্মাণ করা হয়। সেটিরও বেহাল অবস্থা। তারপরও মানুষ জীবনের ঝঁকি নিয়ে সেতুর উপর সাকোঁ দিয়ে চলাচল করছে। এখন পর্যন্ত সেতুটি সংস্থার হয়নি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন জানান, সেতুটি হেলে পড়ার দিন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও প্রধান প্রকৌশলী হারুন-অর-রশীদকে জানানো হয়েছিল। সেই সময় তারা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো সহ ব্যবস্থার নেয়ার আশ্বাস দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, গত ২০১৫-১৬ অর্থ বছরে ত্রাণের ১২ লাখ টাকা দিয়ে এ সেতু নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৭ সালের মে মাসে কাজ শেষ হয় এবং বন্যার পানিতে সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছি।
এলাকাবাসীর দাবী সেতুটি দ্রুত মেরামত করা হউক।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়