27.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

নীলফামারীতে ৫ শিক্ষক ও ১০ শিক্ষার্থীকে সম্মাননা

চিকলী নিউজ : নীলফামারীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
আয়োজিত অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের প্রকল্পের আওতায় ওই সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি গৌতম চন্দ্র বণিকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন প্রকল্পের সহকারী পরিচালক মো. হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাগর চন্দ্র রায়, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্টের জেলা আহবায়ক প্রবীর গুহ প্রমুখ।


অনুষ্ঠানে বার্ষিক মূল্যায়নে ০৫জন উত্তম শিক্ষক ও ১০জন উত্তম শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদ পত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের সহকারী প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান জানান, এই অনুষ্ঠানে ১৭টি ইভেণ্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৪৯জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় নীলফামারী জেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ১৫৬টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পড়াশোনা করছে চার হাজার ৬৮০জন শিক্ষার্থী।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়