আনিফ রহমান (বিশেষ প্রতিনিধি) : দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এরই প্রতিবাদে তাৎক্ষনিকভাবে নীলফামারীর ডোমারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করে। ডোমার পৌর বিএনপি’র সভপাতি আনিছুর রহমান ও সাধারন সম্পাদক মোজাফফর আলীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলঘুন্টি মোড়ে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র মতে, আজ মঙ্গলবার ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছু সময় পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ মামলাতেও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।