চিকলী নিউজ : দেশব্যাপি উপজেলা প্রকৌশলীদের ওপর অব্যাহত হামলা ও হুমকি দেয়ার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রকৌশল দপ্তরের উদ্দেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এলজিইডি পরিবারের ব্যানারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
এতে উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, সারাদেশে উপজেলা প্রকৌশলীদের কর্ম পরিবেশ হারাতে বসেছে। প্রতি মুহূর্তে আমরা হুমকির শিকার হচ্ছি। পান থেকে চুন খসলেই প্রকৌশলীদের হতে হচ্ছে হেনস্তার শিকার। এমনকি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন
অনেক সহকর্মীরা। প্রভাবশালী ব্যক্তিরা যেহেতু ঠিকাদারি করেন, সে কারণে কাজের মান নিয়ে উচ্চবাচ্য হলেই আমাদের লাঞ্চিত হতে হচ্ছে।
রাষ্ট্রের কাজের মান ঠিক রাখতে গিয়েই আমরা এমন অনিরাপদ অবস্থার শিকার হচ্ছি।
অথচ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা তথা ইউএনওরা সামান্য হুমকি পেলেই তাদের নিরাপত্তার জন্য সরকার আনসার নিয়োগ দিচ্ছে। কিন্তু আমরা সরকারের প্রকল্প সুক্ষ্মভাবে বাস্তবায়ন করেও হামলা ও হুমকির শিকার হয়েও নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছি না। একারণে উপজেলা প্রকৌশল দপ্তরেও নিরাপদ কর্ম পরিবেশের জন্য আনসার নিয়োগের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।