33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

ছাত্র আন্দোলনে নিহত হাফেজ নাঈমের কবর জিয়ারত করলেন নীলফামারীর নতুন ডিসি

কিশোরগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ নাঈম ইসলামের গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন নীলফামারীর নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে নিহত নাঈমের বাড়িতে যান তিনি। এ সময় নিহতের পরিবারের খোঁজখবর নেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেলা প্রশাসক সেখানে পৌঁছেই প্রথমে নিহত নাঈমের কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতের মা হাসনা বানু ধৌলি ও মামা আনিছুর রহমানের সাথে কথা বলেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক প্রমুখ। এছাড়াও নীলফামারী ও কিশোরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়কসহ আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হাফেজ নাঈম ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গত ৪ আগস্ট সন্ধ্যায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ আগস্ট তার মৃত্যু হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়