রুম্মান সরকার : নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২১ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ জামানত হারিয়েছেন ৬জন প্রার্থী।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৮জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৪জন প্রার্থী। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, রাকিব আহসান প্রধান ও এহসানুল হক।

ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২জন প্রার্থী। তারা হলেন, এটিএম মিরাজুল কবীর ও রনজিৎ কুমার রায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নুরে আলম জানান, নির্বাচনের বিধি অনুযায়ী একজন প্রার্থী প্রাপ্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেলে তারা জামানত ফিরে পাবেন।