ইয়ামিন কবির স্বপন (কিশোরগঞ্জ প্রতিনিধি) : নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা বেগম ও নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত চক্রবর্তীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ । উপজেলা চেয়ারম্যান বিদায়ী ইউএনও রোকসানা বেগম’র কিশোরগঞ্জে কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, গত ২৮ জুলাই ২০২০ ইং সালে কিশোরগঞ্জ উপজেলা দায়িত্বভার গ্রহণ করে করোনা ভাইরাস প্রতিরোধ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেওয়ার পাশাপাশি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে।