চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ট্রেড পার্টনারদের সাথে বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় ইকু হোটেল এন্ড রিসোর্ট এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
‘এয়ার এ্যাস্ট্রা বিজনেস পার্টনার মিট’ শীর্ষক এ সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ, এয়ার এ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারিসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।
এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, “সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। বর্তমানে এই রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা, যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে খুব শিগগির আরও একটি ফ্লাইট এই রুটে যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সৈয়দপুরের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি ও সিলেট রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। এয়ার এ্যাস্ট্রা সম্মানিত যাত্রীদের সুবিধার্থে ইন-ফ্লাইট ম্যাগাজিন ও শিশুদের জন্য ফানবুক প্রদান করে থাকে।