33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

গাছের ডাল কাটায় ভ্যানচালকের ৭ দিনের জেল

খানসামা প্রতিনিধি : সরকারি গাছের ডাল কাটায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক ভ্যানচালককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ওই ভ্যানচালককে আটক করা হয়। এ সময় জব্দকৃত করলা স্থানীয় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। দণ্ডপ্রাপ্ত ভ্যানচালক রফিকুল ইসলাম (৩৫) উপজেলার ৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ইয়াকুব হাজী পাড়ার ইনসান আলীর ছেলে। 

উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে মেহগনি ও আকাশমণি গাছের ডাল কাটছেন কতিপয় লোক। এটি বন্ধ করতে বন বিভাগ সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করেছিল অনেকে। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ওই ভ্যান চালককে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, তীব্র তাপদাহে গাছ পরিবেশ রক্ষা করে। বন বিভাগের গাছের ক্ষতি করা বা ডাল-পালা কাটা সরকারি সম্পদ নষ্ট করার শামিল। এ কারণে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া করা হয়েছে। গাছ ও ডাল কর্তন রোধে সবার সচেতনতা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়