চিকলী নিউজ : নীলফামারীর সদরে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রকি (৩৮) নামে এক সাংবাদিক নিহত হয়েছে। নিহত রকি নীলফামারীর কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার বগুলাগাড়ী গ্রামের ওসমান গনির ছেলে। সে পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজারে ‘রকি ফ্যাশন হাউজ’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী সদরের চাঁদের হাট বাজার এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রকি কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।