29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে ৯ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে সিনথিয়া ইসলাম ইলা (১৪) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সিনথিয়া শহরের নয়াটোলা এলাকার মৃত সাঈদ ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ।

পুলিশ জানায়, সিনথিয়ার বাবা মারা যাওয়ার তার মা রুবি পারভীন দ্বিতীয় বিবাহ করেন। সৎ বাবা ফারুক হোসেন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মেয়ে সিনথিয়া ও পাঁচ বছরের সৎ ছেলেকে নিয়ে মা রুবি নয়াটোলা ডিআইবি রোড এলাকায় এক বাড়িতে ভাড়ায় থাকতেন। সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

সিনথিয়ার মা রুবী পারভীন জানান, সিনথিয়া বিকেল সাড়ে ৫ টার দিকে প্রাইভেট পড়ে বাড়িতে আসে। এরপর তিনি তার মেয়ে ও সৎ ছেলেকে রেখে পাশের বাড়িতে যান। কিছুক্ষন পর ছেলে কান্নার আওয়াজ পেয়ে বাড়িতে এসে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখেন সিনথিয়াকে। পরে তাকে উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফ-উল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ জানান, মৃত্যুর আসল কারণ জানতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়