চিকলী নিউজ : নীলফামারী জেলার সৈয়দপুরে শরীফা বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বুধবার সকালে (২৪ জানুয়ারি) গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলোহের কারণে এই ঘটনা বলে এলাকাবাসী জানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায়।

এলাকাবাসী জানায়, পাশের মধুরামপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে সিরাজুল জামানের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার শরীফা বেগমের। এটি তাঁর ২য় স্ত্রী। গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া চলে আসছিলো।
এ ঘটনার জেরে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার গলায় শাড়ি পেচিয়ে ঘরের চালার বাঁশের সাথে ফাঁস দেন শরীফা বেগম। এসময় পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্ত করতে নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।