চিকলী নিউজ : নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক সৈয়দপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি সাংসদ জনাব আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক স্বাগত বক্তব্য বলেন, আমি আগামীর পথচলায় দিক নির্দেশনা ও পরামর্শের জন্যই সংবাদ কর্মীদের আহ্বান জানিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সৈয়দপুর ও কিশোরগঞ্জে বৈষম্যহীন সমান্তরাল উন্নয়ন করতে চাই। এক্ষেত্রে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বেশি প্রয়োজনীয় কাজকে প্রাধান্য দিতে চাই। সেই সাথে সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন করে আন্তর্জাতিক মানের উত্তরণসহ অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ দ্রুত প্রদানের ব্যবস্থা করা, রেলওয়ে হাসপাতাল কেন্দ্রীক মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন, শিক্ষানগরী সৈয়দপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, শ্রমিক অধ্যুষিত এই শহরের পেশাগত মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ সহ কোচ স্ট্যান্ড করার ক্ষেত্রে সর্ব প্রথম উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। এজন্য সকলকে নিয়ে একটি কমিটি করে উপযুক্ত জায়গা নির্ধারণের কথা জানান। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালকে পরিচ্ছন্ন ও সেবার মান উন্নয়ন সহ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সৈয়দপুর পৌর এলাকার রাস্তার উন্নয়নে। একই সাথে অন্যান্য বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে সমাধানে ব্যবস্থা নেয়ার ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান।
তিনি আরো বলেন, আগামী পাঁচ বছর সম্পূর্ণভাবে দূর্নীতিমুক্ত থেকে উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখতে চাই। রেলওয়ে ও পৌরসভার মধ্যের দ্বন্দ্ব দূর করে সার্বিক সমস্যা নিরসন, চাঁদাবাজি ও সন্ত্রাস রুখে নিরাপদ ও বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কিশোরগঞ্জকে পৌরসভায় উন্নীত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।