35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

রুম্মান সরকার (ডোমার) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ২৩টি মন্ত্রণালয়, বিভাগের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারীর ডোমার সরকারি কলেজের ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (১৪ই নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন মূলক প্রকল্পের দেশব্যাপী ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমন্বিত উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সুধীজন।

প্রধানমন্ত্রী কর্তৃক সমন্বিত উদ্বোধনের পর নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে জেলার সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম এমপি।

এসময় জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডোমার সরকারি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন হওয়ায় উচ্ছ্বসিত কলেজটির শিক্ষার্থী ও শিক্ষকরা। ভবনটি উদ্বোধনের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও ত্বরান্বিত ও পাঠদান কার্যক্রম আরও বেশি সাবলীল হবে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও দিনাজপুর জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় ডোমার সরকারি কলেজের ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ। ভবনটির স্যানেটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ শেষে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় ৮ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৬৪ টাকা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়