চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে শুরু করা হয়েছে বিভিন্ন খেলা ধুলা। সৈয়দপুর শহরের পশ্চিমে রয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, শহরেরর প্রাণ কেন্দ্রে রেলওয়ে মাঠ, উত্তরে ফাইভ স্টার মাঠ, বাংলা স্কুল মাঠ এবং শেরে বাংলা স্কুল মাঠ। এখানে রয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা নামে একটি শক্তিশালী সংগঠন। রয়েছে অনেক ভাল খেলোয়ার।
তাছাড়া জাতীয় দলে খেলেছে এমন খেলোয়ারও রয়েছে সৈয়দপুরে। কিন্তু দায়িত্ববান কোন খেলোয়ার বা কোন সংগঠন এর উদ্যেগ না নেয়ায় ক্রমান্বয়ে নতুন ও পুরাতন খেলোয়াররা তাদের মনোভাব হারিয়ে ফেলছেন। বর্তমানে সৈয়দপুরে বিভিন্ন খেলাধুলা বেশ চাঙ্গা হয়ে উঠছে। এখন দেখা যায় ক্রীড়া সংস্থার উদ্যোগে বেশ কিছু খেলা পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১১ নভেম্বর রাতে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ব্যাডমিন্টন খেলার আয়োজন করে।

সাহেব পাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক মোঃ সাদেকুর রহমান। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হক এতে সভাপতিত্ব করেন। বক্তব্য বলেন, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আজিজুল ইসলাম, বিশেষ অতিথি পার্বতীপুর কেলোকার প্রধান নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান, রেলওয়ে কারখানার পি ই জাহিদ হাসান, রেলওয়ের সিনিয়র এইএন ইনচার্জ কাজী ওয়ালিউল হক, আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নিজামুল হক, সংগঠনের সৈয়দপুর শাখার সহসভাপতি শহীদুল ইসলামসহ অনেকে।