35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে গণ প্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে গণ প্রকৌশল দিবস-২০২৩ ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’।

ওইদিন বেলা ১২ টায় শহরের সাহেব পাড়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় আইডিইবির সৈয়দপুর শাখার সভাপতি প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আজিজুল ইসলাম।

সংগঠনটির সৈয়দপুর শাখার সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ তহিদুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত আইডিবির প্রায় ৫ লাখ সদস্য শিল্প কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে অবদান রাখছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়