28.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

এমনটা হবে জানলে বিশ্বকাপেই আসতাম না : সুজন

চিকলী ডেস্ক নিউজ : সেমিফাইনাল নামক আশার বেলুন ফুলিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। অল্প সময়ের ব্যবধানে তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। বিশ্বকাপে বাকি দুই ম্যাচ খেলেই দেশের বিমান ধরবেন সাকিব আল হাসানরা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচ উপলক্ষ্যে বর্তমানে তারা দিল্লিতে অবস্থান করছেন। সেখানে আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আগামী সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স, দলে নিজের ভূমিকা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সুজন। এবারের আসরে তিনি বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে গেলেও তার ভূমিকা সীমাবদ্ধ করে রাখা হয়েছে। যা আগে জানলে তিনি দলের সঙ্গে বিশ্বকাপে যেতেন না বলে জানিয়েছেন।

সুজন বলেন, বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা ট্যুরেই একটা বাড়তি দায়িত্ব থাকত যে আমি দল নির্বাচনের অংশ থাকতাম, যেটা এবার নেই। আমার এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে আমি কতটুকু পারব, কতটুকু পারব না। এখানে ক্রিকেটিং রুল আমার না।’

এর আগে সিদ্ধান্ত নেওয়ার সময় সুজন থাকলেও, এবার তেমনটা না হওয়ার বিষয়টি মানতে পারছেন না সুজন, ‘খুশি না…আমি তো এভাবে থাকতেই চাই না। যেহেতু আমার রক্তেই ক্রিকেট। কোচিং করি, এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত ট্যুরগুলাতে যে ভূমিকা ছিল। এসব থেকে আমি দূরেই আছি। আমি উপভোগ করছি কিনা? না, অবশ্যই না। একটা ট্যুরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব। সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি মূলত ক্রিকেটটা দেখতাম। যেটা হয়েছে গেছে, এখন চিন্তা করে লাভ নেই। সামনের দুইটা ম্যাচ আছে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকায় থাকবেন না, এমনটা জানলে বিশ্বকাপেই যেতেন না বলে জানান সাবেক এই ক্রিকেটার, ‘না আসতাম না, প্রথম কথা হচ্ছে এটা। আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম, সেমিফাইনাল খেলব। এখন মনে হয় কোন চিন্তা করে যে বলেছিলাম!’

টাইগার ক্রিকেটারদের ছন্দহীনতা নিয়ে সুজন বলেন, ‘আমি মনে করি ব্যর্থতা আমাদের সবারই। যেহেতু খেলোয়াড়রা মাঠে খেলে তাদের ব্যর্থতা সবার আগে। কিন্তু প্রয়োগ (পরিকল্পনা) কেন হয়নি এটাও একটা বিষয়। বিশেষত সবাই একসঙ্গে অফ ফর্মে যাওয়াটা…।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়