বিরামপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রথমবারের মতো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে আলুবোঝাই ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
আলু আমদানি করছেন মেসার্স নিশাত ট্রেডার্স ও খাঁন ইন্টারন্যালের আমদানিকারক নামের দুটি প্রতিষ্ঠান।
মেসার্স নিশাত ট্রেডার্স আমদানিকারক প্রতিষ্ঠান চারটি গাড়িতে ১১০ টন ও খাঁন ইন্টারন্যালের প্রতিষ্ঠান তিনটি গাড়িতে ৭০ টন আলু আমদানি করে।
প্রতি টন আলু ১৩০-১৪০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। এ ছাড়া আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ৩৫ জন আমদানিকারক প্রায় ২৭ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।
আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ৩০ টাকা কেজির মধ্যে বিক্রয় করা হবে।
এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।