চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতায়িত হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির (২৪) মৃত্যু হয়েছে। শহরের গোলাহাট অবাঙালি ১নং ক্যাম্পে আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আকবর ওই ক্যাম্পের মৃত সাহিদ হোসেনের ছেলে। তাঁর স্ত্রী ও ৪০ দিনের একটি শিশুসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, উল্লেখিত সময় আকবর ওই এলাকায় একটি বাড়ির বৈদ্যুতিক সংযোগ তার মেরামতের কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।