চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের নিয়ামতপুর নিমবাগান মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‘পাশে আছি’ নামের স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক আইয়ুব আলী সরকার।

পাশে আছি সংগঠনের সাধারণ সম্পাদক মালেক-উজ- জামান সবুজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কাজী জাহানারা, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাজী নজরুল ইসলাম রয়েল, বেলাল হোসেন প্রমূখ।