পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ১ মাস ১০ দিন পরে পুনঃরায় কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়।
জানা গেছে, নানা প্রতিকুলতা এবং প্রতিবন্ধকতা মোকাবেলা করে কয়লা খনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতায় আবারো শুরু করা হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১২ ফেইস হতে কয়লা উত্তোলন। ১ মাস ১০ দিন বন্ধ থাকার পরে এ কর্মযজ্ঞ সফলভাবে শুরু করা হয়েছে। কয়লা খনির একটি ফেইস থেকে কয়লা উত্তোলন শেষে অন্য আরেকটি ফেইসের কয়লা উত্তোলনের পূর্বে সরঞ্জামাদি স্হাপন সহ আনুষাঙ্গিক কাজে এক দেড় মাস সময় লাগে। এ সময় খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। কাজ শেষে আবারও নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়। সেই ধারাবাহিকতায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির জিএম (মাইন অপারেশন) কে এম জাফর সাদিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি নতুন ফেইস থেকে কয়লা উত্তোলনের সত্যতা নিশ্চিত করেন করে বলেন,বুধবার দুপুর থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।