28.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিশ্বকাপ জিতলে বিএমডব্লিউ গাড়ি পাবেন সাকিব-শান্তরা

চিকলী ডেস্ক নিউজ : বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ভারতের ধর্মশালায়। সেখানে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (শনিবার) সকাল ১১টায় টাইগাররা আফগানিস্তানের মুখোমুখি হবে। তার আগে বড় একটি সুসংবাদই পেয়েছেন সাকিব আল হাসানরা। বিশ্বচ্যাম্পিয়ন হলে প্রত্যেক ক্রিকেটারকে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’।

নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর এ মিশুক জানিয়েছেন, বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জয়লাভ করে তাহলে দলের সকল খেলোয়াড়কে তিনি একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দিবেন। 

এ সময় তিনি বলেন, ‘আমি পাবলিকলি ঘোষণা করলাম বাংলাদেশ দল যদি এবার বিশ্বকাপ জিতে তাহলে বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটারকে একটি করে বিএমডব্লিউ গাড়ি নগদ থেকে দেওয়া হবে। এ সময় তিনি আশা করেন সবাই তাদের সেরাটা দিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপটা নিয়ে আসুক।

এর আগে সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞাপনে জুটি বেধেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিজ্ঞাপনে দেখা যায়, দুজন মিলে নিজেদের ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করছেন। যেখানে তারা দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিজেদের স্মৃতিচারণের এই আলাপ থেকেই আরও একবার দেশের স্বার্থে এক হওয়ার প্রত্যয় শোনা যায় দুজনের কণ্ঠে। 

বিশ্বকাপ প্রস্তুতি ভালোই হয়েছে বাংলাদেশের। তবে তাদের মূল লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকে। মাঠে নামার আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়েছেন। এজন্য সাকিব-মুশফিকদের সামর্থ্য রয়েছে বলেও জানান এই লঙ্কান কোচ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়