চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে পৈত্রিক সম্পত্তি থেকে এক ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে। মৃত. করিম উদ্দিন চৌধুরী প্রথম মেয়ে রোকেয়া খাতুনের চার সন্তানকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। সম্পত্তি ফেরত পেতে ওয়ারিশের সন্তানেরা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া গ্রামের মৃত. করিমুদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করলে জসিম উদ্দিন চৌধুরী, রবিউল হক চৌধুরী, জয়নাল আবেদীন চৌধুরী, আব্দুল জলিল উদ্দীন চৌধুরী, জমসেদ আলী চৌধুরী, জিকরুল হক চৌধুরী ৬ ছেলে ও রোকেয়া খাতুন, আছিয়া বেওয়া, ছাবেয়া খাতুন, মরিয়ম বেওয়া ৪ মেয়ে সহ মোট ১০ ছেলে-মেয়ে রেখে যান।

মৃত্যুকালে সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় অঢেল সম্পত্তি রেখে যান করিমুদ্দিন চৌধুরী। যা বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। মৃত. করিমুদ্দিন চৌধুরীর বড় মেয়ে মরহুমা রোকেয়া বেগম’র রফিকুল ইসলাম চৌধুরী, রশিদুল ইসলাম চৌধুরী, উম্মে কুলসুম নিলি, সুফিয়া বেগম সহ চার সন্তান রেখে যান। ওয়ারিশ সূত্রে তারা ওই সম্পত্তির মালিক।
ওয়ারিশন সার্টিফিকেটে ১০ ভাইবোন লেখা থাকলেও কি কারণে মরহুমা রোকেয়া বেগম’র সম্পত্তির অংশ তার চার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তা বোধগম্য নয়। তার সন্তানরা বার বার তাদের কাছে ধর্না দিলেও সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করেন অন্যান্য অংশীদাররা।