ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা ৩৬ বোতল ফেন্সিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার ঠাকুরগঞ্জ এলাকার হোসেনের মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া গ্রামের হাপিজার রহমানের স্ত্রী মোছা. কাজলী আক্তার (৫৫) ও তার ছেলে কাজল ইসলাম (৩০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লাইছুর রহমানের নেতৃত্বে বুধবার রাতে ঠাকুরগঞ্জ এলাকার হোসেনের মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসআই উৎপল চন্দ্র ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো: লাইছুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নীলফামারী পুলিশ সুপার মো: গোলাম সবুর (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় মাদকমুক্ত ডিমলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।