চিকলী নিউজ : নীলফামারী সৈয়দপুরে করোনা সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের ৫ম দিনে বিধিনিষেধ না মানায় ১০ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা ও চোলাই মদসহ এক ব্যক্তিকে ৩ মাসের করাদন্ড দেয়া হয়েছে। লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানায় আজ (২৭ জুলাই) মঙ্গলবার সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ওই দন্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের ৫ম দিন শহরে দোকানের অর্ধেক শার্টার তুলে ব্যবসা করায়, অযথা ঘোরাঘুরি ও মুখে মাস্ক না থাকায় ৯টি মামলায় ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
অপর দিকে চোলাই মদ সহ আরও একটি মামলায় মন্ডলদেবনাথ (৩২) নামে এক যুবককে ৫শত টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রমে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম ওই দন্ডাদেশ প্রদান করেন।লকডাউনে অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী ও সৈয়দপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উল্লেখিত এলাকা থেকে পুলিশউপ-পরিদর্শক ইন্দ্রোমোহন সঙ্গীয়ফোর্স নিয়ে তার বাড়ি থেকে ১লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করে।পরে তার ৫শত টাকা জরিমানা সহ বিনাশ্রমে ৩মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত।উল্লেখ্য গত ২২তারিখ থেকে ২৭জুলাই দুপুর পর্যন্তএ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৩৭ মামলায় ৪৩হাজার ৪শত টাকা জরিমানা, ১ ব্যাক্তির ৭দিন, অপর ব্যক্তির ৩দিন ও চোলাই মদ ব্যবসায়ীর ৩মাসের বিনাশ্রম কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতে।উল্লেখ্য গত ২২ তারিখ থেকে ২৭ জুলাই দুপুর পর্যন্ত এ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৩৭ মামলায় ৪৩হাজার ৪শত টাকা জরিমানা, ১ ব্যাক্তির ৭দিন, অপর ব্যক্তির ৩দিন ও চোলাই মদ ব্যবসায়ীর ৩মাসের বিনাশ্রমে কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতে।