ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিন ইসলাম ফরিদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের মো. রেয়াজুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগ মতে, চলতি বছরের ৩০ মার্চ সকালে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী গরুকে খাওয়ানোর জন্য ক্ষেত থেকে ভুট্টার পাতা আনতে গেলে একা পেয়ে ছাত্রীটিকে ওই ভুট্টাক্ষেতে ধর্ষণ করে যুবক মোস্তাকিন ইসলাম ফরিদ। লোকলজ্জায় ঘটনাটি আড়াল করলেও ওই ছাত্রীটি অন্তঃস্বত্তা হলে পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়। এঘটনায় বৃহস্পতিবার ছাত্রীর চাচা বাদি হয়ে ডোমার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাতে মোস্তাকিন ইসলাম ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিৎ করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডিমলা উপজেলার মতির বাজার এলাকা থেকে ধর্ষক মোস্তাকিন ইসলাম ফরিদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।