ডোমার প্রতিনিধি : দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে নীলফামারীর ডোমার থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওপেন হাউজ ডেথ অনুষ্ঠানটির আয়োজন করেন ডোমার থানা।ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবীথর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: সাইফুল ইসলাম।
এসময় গোমনাতি ইউনিয়ন আথলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কবির দুলু, ইউনিয়ন চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভসহ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: সাইফুল ইসলাম বাল্যবিবাহ, মাদক, জুয়ার কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। জঙ্গিবাদ, গুজব, আত্মহত্যাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।