রুম্মান সরকার (ডোমার) : নীলফামারীর আয়োডিন যুক্ত লবণ ব্যবহার ও খাওয়ার প্রয়োজনীয়তা এবং আয়োডিনের অভাব জনিত রোগ প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়েছে।

বুধবার (২০শে সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা কমিউনিটি নিউট্রিশন স্কুলে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কার্যক্রমে স্বাস্থ্যশিক্ষা প্রদান করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।
এসময় জানো প্রকল্পের প্রতিনিধি ও বড় রাউতা কমিউনিটি নিউট্রিশন স্কুলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।