চিকলী নিউজ : করোনাভাইরাসের টিকা নিলেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান (বেবি)। আজ মঙ্গলবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের টিকাদান কেন্দ্রে গিয়ে এ টিকা গ্রহণ করেন তিনি।
টিকা নিয়ে তিনি বলেন, টিকা নিয়ে আমার কোন সমস্যা হচ্ছে না। কারও গুজবে কান দিবেন না। আপনারা নির্ভয়ে করোনা টিকা নিন। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে। টিকা গ্রহণ করলে অবশ্যই আপনারা সুস্থ্য থাকবেন। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মো. আলেমুল বাসার জানান, আজ মঙ্গলবার এ কেন্দ্রে ৯ শতাধিক ব্যাক্তিকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। টিকার প্রতি জনগণের ব্যাপক সাড়া দেখ দিচ্ছে বলে জানান তিনি।