চিকলী নিউজ : সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এ স্লোগানে সৈয়দপুর পৌরসভা পালন করেছে জাতীয় স্থানীয় সরকার দিবস। ১৯ সেপ্টেম্বর দিবসটি পালন করে সৈয়দপুর পৌর পরিষদ।
এ উপলক্ষে বের করা র্যালি। এটি শহর প্রদক্ষিণ করে আবার পৌরসভা কার্যালয়ে ফিরে আসে। পরে পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক সভা। ওই সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তিনি আরো বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।

এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব সাইফুজ্জামান, পৌরসভার প্যানেল শাহীন হোসেন, মহিলা কাউন্সিলর ইয়াসমিন, কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, জোবায়দুর রহমান শাহীন, বেলাল আহমেদ, মঞ্জর আলম, হিসাব রক্ষক আবু তাহেরসহ সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।