রুম্মান সরকার (ডোমার) : ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে পাঁচদিন ব্যাপী ভায়া ক্যাম্প কার্যক্রম শেষ হয়েছে।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সরকারি ছুটির দিনেও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নে পাঁচদিন ব্যাপী ভায়া ক্যাম্পের শেষ দিনে উপজেলার মাহিগঞ্জ, নয়ানী বাগডোকরা, বেতগাড়া ও নাউয়ার হাট কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে নীলফামারী জেলার ভায়া টেস্ট কার্যক্রমের জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজিব খান। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী।
স্বাস্থ্য বিভাগীয় প্রতিনিধি সুত্রে জানা যায়, শুক্রবার বেতগাড়া কমিউনিটি ক্লিনিকে ১৫৭টি ভায়া পরীক্ষায় ৪ জন জরায়ুমুখ ক্যান্সার রোগী শনাক্ত, নিমোজখানা নয়ানী বাগডোকরা কমিউনিটি ক্লিনিকে ১৩৩টি ভায়া পরীক্ষায় শনাক্ত হয়নি কেউ, নাউয়ার হাট কমিউনিটি ক্লিনিকে ১১০টি ভায়া পরীক্ষায় একজন শনাক্ত এবং মাহিগঞ্জ কমিউনিটি ক্লিনিকে ১০২টি ভায়া পরীক্ষায় ইউটেরাইন প্রোলাপস রোগে শনাক্ত হয়েছে ০৯ জন নারী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ১১-১৫ সেপ্টেম্বর পাঁচদিন ব্যাপী উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পাঁচদিনে মোট এক হাজার ৭৮৮টি ভায়া পরীক্ষা করা হয়। এতে জরায়ুমুখ ক্যান্সারে মোট ১৪ জন ও স্তন ক্যান্সারে দুইজন শনাক্ত হন। এছাড়া ইউটেরাইন প্রোলাপস রোগে ৯ জন নারী শনাক্ত হয়েছেন। তাদের প্রত্যেককেই অপারেশন করতে হবে।