35.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুর থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার

চিকলী ডেস্ক নিউজ : আশুলিয়া থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল নীলফামারীর সৈয়দপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চোর চক্রের মূলহোতা মো. শাহ আলম দুখুকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিয়ামতপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার মো. শাহ আলম দুখু (৪০) নীলফামারী জেলার সৈয়দপুর থানার কুন্দল পশ্চিমপাড়া এলাকার মৃত গমির উদ্দিনের ছেলে। সে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম দলনেতা। তার সক্রিয় সহযোগীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে সংগোপনে মোটরসাইকেল চুরি করে উত্তরবঙ্গ এলাকায় নিয়ে ক্রয়-বিক্রয় করে আসছিল।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার কলতাসুতী ডোমনা মাজার রোড এলাকার শাহিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামের (২৮) ব্যবহৃত লাল রংয়ের ১৫০ সিসি ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি তার বাড়ির নিচতলার কেচি গেটের ভিতর থেকে চুরি যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

তিনি জানান, মোটরসাইকেলটি চুরির বিষয়ে একটি সিসি টিভির সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার নিয়ামতপুর এলাকা থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে দুখুর বাড়ির একটি কক্ষ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। এই শাহ আলম স্থানীয়ভাবে প্রভাবশালী। প্রভাব খাটিয়ে এলাকায় এসব অপকর্ম করে আসছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার শাহ আলম সক্রিয় মোটরসাইকেল চোরের দলনেতা। মূলত মোটরসাইকেলটি চুরি করে প্রথম গ্রুপটি দিনাজপুর নিয়ে যায়। পরে দিনাজপুর থেকে আরেকটি গ্রুপ হয়ে সৈয়দপুরে শাহ আলমের কাছে পৌঁছায়। শাহ আলম হলো চোরের মাফিয়া।

এ ঘটনায় মোটরসাইকেল মালিক জাহিদুল ইসলাম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়