নাজমুজ সাকিব, ক্রাইম রিপোর্টার (পার্বতীপুর) : দিনাজপুরের পার্বতীপুর থানাধীন ৬নং মোমিনপুরের যশাই সৈয়দপুর (উত্তর পাড়া) গ্রামের চাষি মোঃ আবুল কালাম আজাদ (৫৫) এর কয়েক বিঘা আবাদি জমিতে রোপণকৃত সোনালী আঁশ পাট ক্ষেতে বিষাক্ত স্প্রে জাতীয় বিষ প্রয়োগের মাধ্যমে ফসল পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। আবুল কালাম আজাদ উপজেলার যশাই সৈয়দপুর (উত্তর পাড়ার) মৃত-তফির উদ্দীনের ছেলে। সে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি হোববিল রেওয়াজ সূত্রে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ করিয়া আসিলে তার সৎ মা ,চাচাতো ভাই সহ কিছু নিকটতম আত্মীয় বিবাদীগণ ১।মোছাঃ শাহানারা বেগম ৫০)স্বামীঃ মৃত-তজিম উদ্দীন, ২।মোঃ সাজেদুর রহমান (৫৫),৩।মোঃ আক্তারুল হক(৪০),৪।মোঃএনামুল হক (৪৫),সর্বপিতা-মফিজউদ্দীন,৫।মোঃ হাফিজার রহমান (৫০),৬।মোঃ মেজবাহুর রহমান(৪৫),৭।মোঃ মিজানুর রহমান লিটন (৩৮),সর্বপিতা-মোঃগফুর উদ্দীন, ৮।মোঃ ইয়াকুব আলী (৪৫),পিতা মৃত-অফুর উদ্দীন শাহ্,৯।মোঃ সাজ্জাদ হোসেন (১৯), পিতা মৃত-তমিজ উদ্দীন, সর্বসাং-যশাই সৈয়দপুর(উত্তর পাড়া)।
উক্ত বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি তাঁদের মিথ্যা দাবি করিয়া বিভিন্নভাবে জোরপূর্বক দখলের পায়তারা করে আসতেছে। জমি জবরদখলের শর্তে একপর্যায়ে তাঁরা বিভিন্নভাবে হুমকি দেওয়ার কথা লোকমুখে প্রচার করতে থাকে। এরই জেরে গত ২২/০৮/২০২৩ইং তারিখে সকাল অনুমান নয় ঘটিকায় বিবাদীগণ একদল ভূমিদস্যুর সহযোগিতায় নিম্ন তফসিল বর্ণিত জমিতে রোপণকৃত সোনালী আঁশ পাটগাছ কেটে জমিতে ফেলে রাখে। এতে বাদী মোঃ আবুল কালাম আজাদের অনুমান (৭৫০০০) পঁচাত্তর হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। একপর্যায়ে বিবাদীগণ নিম্ন তফসিল বর্ণিত জমি জবরদখলের নিমিত্তে কোদাল দিয়ে চাষ করতে থাকে এবং এই ঘটনার বিষয়টি জমির মালিক আবুল কালাম আজাদ লোকমুখে জানতে পারলে সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করলে বিবাদীগণ তাঁকে ধারালো অস্ত্র দ্বারা খুনজখমের হুমকি প্রদান করে। পরে বিবাদী আবুল কালাম আজাদ অসহায় অবস্থায় আইনের স্মরণাপন্ন হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ।যাহার ডায়েরি নম্বর:১৫৩৬,তারিখঃ২৬/০৮/২০২৩ইং। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে পরবর্তী ০২/০৯/২৩ ইং তারিখ ভোর অনুমান ০৫:৩০ টার দিকে উক্ত বিবাদীগণ তাঁদের দলবল নিয়ে কয়েক বিঘা জমির সোনালী আঁশ পাট ক্ষেত বিষাক্ত জাতীয় স্পে প্রয়োগের মাধ্যমে পুড়িয়ে মারে।

যাতে করে বাদী আবুল কালাম আজাদের প্রায় (৩,৫০০০০) সাড়ে তিন লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন। উক্ত ঘটনায় ১।মোঃআঃ সালাম(৫৫),পিতা মৃত-তফির উদ্দীন,২।মোঃমোমিনুল ইসলাম (৪৫),৩।মোঃআতিকুর রহমান (৪০), উভয় পিতা জহির উদ্দীন শাহ্, ৪।মোঃ মোজাহার আলী(৩৫), পিতা মৃত-উকিল শাহ্ সর্বসাং-যশাই সৈয়দপুর উত্তরপাড়া সহ স্থানীয় বেশ কয়েকজনকে সাক্ষী করে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এমতাবস্থায়, জীবন বিপন্নতার শঙ্কা নিয়ে সরকার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ ও তাঁর পরিবার।