চিকলী নিউজ : করোনা সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে মানুষজনসহ গাড়ী চালানো নিষেধ থাকলেও নীলফামারীর সৈয়দপুরে জাল মামলার কাগজ নিয়ে চলাচলকালে মাইক্রোসহ চালককে আটক করেছে সৈয়দপুর ট্রাফিক পুলিশ। গত রবিবার (২৫ জুলাই) রাতে শহরের বঙ্গবন্ধু চত্বরে (পাঁচমাথা মোড়ে) ট্রাফিক সার্জেন্ট আশরাফ কোরাইশি ঢাকা মেট্রোঃ চ-১১৩৬১৫ নাম্বারের গাড়িটি আটক করা হয়।
স্থানীয়রা জানান, রংপুর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস শহরের বঙ্গবন্ধু চত্বরের ট্রাফিক বক্সের সামনে আসলে গতিরোধ করে ট্রাফিক পুলিশ। চালকের গতিবিধি ও কথা বার্তা সন্দেহজনক হওয়ায় গাড়িটিকে আটক করা হয়। পরে চালক একটি কেসস্লিপ দেখিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। কেসস্লিপে পুলিশের সন্দেহ হলে যাচাই করে দেখা যায় চালক মনোয়ার হোসেনের (৩০) নাম উল্লেখ না করে রফিকের নাম উল্লেখ করা হয়েছে কেসস্লিপে।