25.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিকলী নিউজ : শুক্রবার (২৫ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফিনিক্স ক্লাবের সহযোগিতায় সৈয়দপুর রানার্স ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। 

ঘড়ির কাটা ঠিক ভোর সাড়ে পাঁচটার ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সৈয়দপুর শহরের উপকন্ঠে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল (ভিপি) অসিম কুমার সরকার। 

এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সোনাপুকুর থেকে শুরু হয়ে চাকলাবাজার, বেনিরহাট ও  ক্যানেল বাজার মোড় ঘুরে পুনরায় সোনাপুকুরে এসে শেষ হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পেশার নানা বয়সী নারী-পুরুষ দৌড়বিদেরা অংশ নেন। ম্যারাথন দৌড়ে অংশ নেয়া সকলেই একই রকম টি-শার্ট পরিধান করায় এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়।

ম্যারাথন দৌড়ে অংশগ্রহনকারীদের জন্য দুই কিলোমিটার অন্তর অন্তর পাঁচটি পয়েন্টে জুস, কলা, শরবত, খেজুর, কেক ও কোমল পানি সরবরাহ করা হয়। গ্রামীণ পাকা রাস্তায় আয়োজিত দশ কিলোমিটারে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষজন রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা হাত উঁচিয়ে করতালি দিয়ে ম্যরাথন দৌড়ে অংশগ্রহনকারীদের উৎসাহ  প্রদান করেন। আর ম্যারাথনে অংশ গ্রহনকারীদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবী ও গ্রাম পুলিশ সদস্যরা। 

ম্যারাথন দৌড়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সর্বনিম্ন ৪৮ মিনিট এবং সর্বোচ্চ ২ ঘন্টা ১৮ মিনিট সময় লাগে। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল এবং আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আবু মোতালেব।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে অংশ গ্রহনকারীদের আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। আয়োজক সংগঠন সৈয়দপুর রানার্স এর কর্ণধার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান সোহেল ম্যারাথন দৌড়ে অংশ গ্রহন কারীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অংশ গ্রহনকারীরা ম্যারাথন দৌড় সম্পর্কে তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্তি করেন। আর প্রথমবারের মতো এ ধরণের আয়োজনের জন্য ডা. কামরুল হাসান সোহেলকে আন্তরিক অভিনন্দন জানান।

ম্যারাথ্যান দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম বারী জয়, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম এ করিম মিষ্টার, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ উপস্থিত ছিলেন। 

আয়োজক সংগঠন সৈয়দপুর রানার্স এর প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান সোহেল বলেন,  প্রতিটি মানুষের শরীর সুস্থ, সবল রাখতে দৌড় কিংবা হাটাচলা করা বড় একটি মহৌষধ। তাই শরীর ঠিক রাখতে মানুষকে নিয়মিত দৌড়ে কিংবা হাটাচলায় আগ্রহী করতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে সৈয়দপুর শহরে আরো বড় পরিসরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়