চিকলী নিউজ : এবার ভারতে যাবে নীলফামারীর উত্তরা ইপিজেডে তৈরি ফিশিং নেট। দেশটিতে ৯ লাখ ৫০ হাজার ডলারের ফিশিং নেট আমদানি আদেশ পেয়েছে ইকু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উত্তরাঞ্চলের বৃহৎ শিল্প পরিবার ইকু গ্রুপ ওই মাছ ধরা জাল বা ফিশিং নেট রপ্তানির উদ্যোগ নিয়েছে।
নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে ইকু গ্রুপের ওই ফিশিং নেট ফ্যাক্টরি। চলতি বছরের গোড়ার দিকে শতভাগ রপ্তানিমুখী ইকু ফিশিং নেট কারখানাটি উৎপাদনে যায়।
কারখানার পরিচালক জাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ৯ লাখ ৫০ হাজার ডলারের ঋণপত্র খুলেছে (এলসি)। টাকায় এর মূল্য হবে ১০ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। তাদের ওই আদেশ পেয়ে আমরা তা রপ্তানির উদ্যোগ নিচ্ছি। আমাদের স্টক থেকেই এসব উন্নতমানের জাল ভারতে পাঠানো হচ্ছে। আগামী দুএকদিনের মধ্যেই ওই পণ্যের জাহাজিকরণ (শিপমেন্ট) হবে বলে তিনি জানান।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিদ্দিকুল আলম বলেন, ভারতে ফিশিং নেটের ভালো চাহিদা রয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ থেকেও শিগগিরি অর্ডার পাবো আমরা। এছাড়া অন্যান্য দেশ থেকে ফিশিং নেট রপ্তানির রপ্তানির আশা করছি আমরা। এতে করে অর্থনীতিতে বিরাট অবদান রাখতে যাচ্ছে ইকু গ্রুপ।
তিনি বলেন, ইকু গ্রুপের পেপার মিল, বস্তা ও সুতলি মিল ইতিমধ্যে সাড়া ফেলেছে। আমাদের পেপার মিলের কাগজে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা ছাপানো হচ্ছে। এই জনপদে কিছুটা হলেও পূরণ করেছে পেপার মিলটি।
ভারতে সাড়ে ১০ কোটি টাকার ফিশিং নেট রপ্তানি করছে ইকু গ্রুপ
