29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

আজ পরবর্তী করনীয় নির্ধারণে শীর্ষ পর্যায়ের বৈঠক

চিকলী ডেস্ক নিউজ : কোভিড প্রতিরোধে দেশে বিভিন্ন মেয়াদে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে পরবর্তী করণীয় নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষ গত সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বড় মিটিং অনুষ্ঠিত হবে।
লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি-না জানতে চাইলে সচিব বলেন, আগামীকালের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। হাসপাতালের ডাক্তার বাড়িয়ে ও সিট বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যায় না। মানুষ সচেতন হয়ে মাস্ক না পড়লে, দূরত্ব না মানলে কোনভাবেই সংক্রমণ নিয়ন্ত্রণ আসবে না।
কঠোর বিধিনিষেধে বেসরকারি অনেক অফিস খোলা। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমার গতকালও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজির সঙ্গে কথা বলেছি। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়, সার্ভিসিং করতে হয়। তাই টেকনিক্যাল কর্মীদের আসা যাওয়া করতে হয়। বিষয়গুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।
- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়