35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ডিমলা প্রতিনিধি : নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১২টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বেলা ৩টায় ১১ সেন্টিমিটার নিচে নামে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল ৯টায় কিছুটা বেড়ে ৭ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৬ সেন্টিমিটার ও বেলা ৩টায় ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। 

এদিকে চলতি বর্ষায় গত ১৯ জুন প্রথমবার তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে ওঠে। পানি বাড়া-কমার মধ্যে থেকে গত ১৫ জুলাই বন্যা পরিস্থিতির উন্নতি হয়। সেদিন তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে নামার পর পর্যায়ক্রমে পানি কমে যায়। এর ২৫ দিন পর ফের নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে শুরু করে। 

নদীর পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের ১৫টি চর গ্রামের মানুষ ফের বন্যার হুমকির মধ্যে রয়েছে। 

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, পানি বাড়ার সঙ্গে আমার ইউনিয়নের পূর্ব ছাতনাই ও ঝাড়সিংহেশ্বর গ্রামের মানুষ বন্যার হুমকির মধ্যে পড়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পানি বৃদ্ধি পাওয়ার কারণে ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হলেও বাসাবাড়িতে এখনো পানি ওঠেনি।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজানের ঢলে নদীর পানি বাড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়