35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

ডোমার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী 

আনিফ রহমান, বিশেষ প্রতিনিধি (ডোমার) :  নীলফামারীর ডোমার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২ হাজার ১০১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।

এ প্রকল্পের আওতায় ডোমার উপজেলার ৬৪৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।এ উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ ডোমার অফিসার ইনচার্জ মাহমুদ উননবী,বীরমুক্তিযোদ্ধা বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ডোমার উপজেলায় ১ম পর্যায়ে ৩৮ টি,২য় পর্যায়ে ৩০০ টি, ৩য় পর্যায়ে ১৩০ টি ও ৪র্থ পর্যায়ে ১৩৯ টি সহ, বাংলাদেশ সেনাবাহিনী কতৃক নির্মিত ৪০ টি সহ মোট ৬৪৭টি, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়